নানা সংকটে জর্জরিত স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
নরসিংদী জেলা ও উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে বুধবার বিকেল ৩টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এর আগে, বেলা ১১টায় নরসিংদী সদর ও ১০০ শয্যা জেলা হাসপাতাল পরিদর্শন করেন উপদেষ্টা নূরজাহান বেগম। পরে সার্কিট হাউজে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন। বিকেল পৌনে ৩টায় নরসিংদীর শিবপুরের পুটিয়া ইউনিয়নে মুন্সেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।
এ সময় সিভিল সার্জন ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক, ১০০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন ও জেলা/উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ১৯৬২ সালে নির্মিত নরসিংদী সদর হাসপাতালের পলেস্তারা খসে খসে পড়ে যাচ্ছে। এতে রোগীরা ঝুঁকিতে রয়েছেন। এছাড়া নরসিংদী স্বাস্থ্য খাতে, জেলা ও সদর হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে।
তিনি বলেন, নরসিংদী সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে ৫০ জন প্রসূতি মায়ের চিকিৎসা দেওয়ার জন্য মাত্র দুইজন গাইনি চিকিসৎক রয়েছেন। বিশেষ করে দেশে যে কয়টা হাসপাতাল পরিদর্শন করা হয়েছে, প্রত্যেক হাসপাতালে নানা সংকট রয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, পরিকল্পনা করে স্বাস্থ্য খাতে সংকট নিরসন করতে হবে।
এ সময় তিনি সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।