নরসিংদীতে হানিফ মিয়া নামে এক যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। হানিফ তার এক আত্মীয়ের নামাজের জানাজা শেষে বাসায় ফিরছিলেন। মঙ্গলবার বেলা ২টার দিকে পৌর শহরের কাউরিয়াপাড়ার ঈদগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় লোকজন জানান, নিহত হানিফ মিয়া পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদিরের ছেলে। প্রায় তিন মাস আগে তিনি তার মামা হাবু মিয়াকে হত্যা করেছিলেন। এরই জেরে পৌর ঈদগাহ মাঠে গেটের সামনে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নরসিংদী মডেল থানার ওসি মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হানিফ মিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল দেখে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
ওসি আরো বলেন, নিহত হানিফ মিয়া তার আপন মামা হাবু মিয়া হত্যা মামলার আসামি ছিলেন। হানিফ হত্যার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। এছাড়া তার পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নিতে কার্যক্রম চলছে।