নরসিংদীতে ফ্রেশ কোম্পানির পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সিফাত (২৬) ও মো. সোহেল (২৮)। এরমধ্যে নিহত সিফাত মরজাল এলাকার আখতারুজ্জামানের ছেলে ও সোহেল সদর উপজেলার চিনিশপুর এলাকার ইকবাল ফকিরের ছেলে।
নরসিংদীর ইটাখোলা হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার বলেন, দুপুরে ফ্রেশ কোম্পানির একটি পিকআপ ভৈরব থেকে মরজাল বাসস্ট্যান্ড সড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলটি আসছিল। এতে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী মারা যান।
ওসি আরো বলেন, এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করা হয়েছে। দুইজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।