1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বিদ্যুৎসংকটে সোলার হচ্ছে একমাত্র ভবিষ্যৎ: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৫৮ পাঠক

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: খবরের কাগজ
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বিদ্যুৎসংকট নিরসনে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে। এর মাঝে প্রস্তাব এসেছে, সোলার পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করার। এখন বিদ্যুৎসংকট নিরসনে সোলার হচ্ছে আমাদের একমাত্র ভবিষ্যৎ।’

শনিবার (৫অক্টোবর) বেলা ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকায় বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এরপর ইউএমসি জুট মিল, তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্রটি ঘুরে দেখে ভালো লাগল। এখানে উন্নত মানের মেশিনারি দিয়ে বস্ত্রশিল্প মালিকদের সেবা দিচ্ছে। তবে এতকিছুর ভিড়ে আনন্দ পাচ্ছি এই ভেবে যে, মাধবদীর বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র লাভ করছে। তারা লসে নেই। আর এখান থেকে প্রাপ্ত লাভের টাকা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ব্যয় হচ্ছে। এভাবে সরকারি প্রতিষ্ঠানগুলো লাভজনক ব্যবসা করলে নতুন কর্মক্ষেত্র তৈরি করতে সরকার অনুপ্রাণিত হবে।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা আরও বলেন, ‘নরসিংদীতে তাঁতশিল্পে ধস ও বস্ত্র উৎপাদনে চলমান সংকট বিদ্যুৎ, তা নিরসনে অন্তর্বর্তী সরকার কাজ করছে। বিদ্যুৎ উৎপাদনে সোলার পদ্ধতি চালু করার জন্য আমার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে পরিকল্পনা করেছি। তবে এক দিনে সবকিছু নিরসন হয় না। পর্যায়ক্রমে আমরা বিষয়গুলো নিরসন করব।’

তিনি বলেন, বাংলাদেশে প্রচুর রৌদ্রের তাপ রয়েছে, যে কারণে সোলার পদ্ধতি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে এম শহীদুল হক সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD