“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই শ্লোগান নিয়ে নরসিংদীতে পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি আজ রোববার সকালে নরসিংদী জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহায়তায় জেলা ত্রান ও দুর্যোগ অধিদপ্তরের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফিক, জেলা ত্রান কর্মকর্তা মোহাম্মদ নোমান, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জামেয়া কাশেমিয়ার মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ আজাদ, সহযোগী অধ্যাপক মকবুল হোসেন, সদর উপজেলার পিআইও মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাঈম ইবনে হাসানসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষর্থী। ফায়ার সার্ভিসর পরিদর্শক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ৬টি বিষয়ের উপর মহড়া প্রদর্শিত হয়।