1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ১৪ জুন ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে সবজি চারা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন চাষীরা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৬৪ পাঠক

শিলাবৃষ্টিতে চারা নষ্ট হওয়ার পর দুই দফায় শীতের সবজি উৎপাদনে চারা তৈরি করছেন নরসিংদীর কৃষকরা। বাজারে ১ কেজি বীজ কিনতে লাখ টাকা খরচ হচ্ছে। এদিকে বীজের দাম দ্বিগুণ হওয়ায় চারা তৈরিতে হিমশিম খাচ্ছেন তারা।কৃষি বিভাগ জানান, চারা উৎপাদনে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় মাঠজুড়ে সাদা পলিথিনে মোড়ানো বাঁশের ছাউনিতে ঢাকা বীজতলা। এখানে বিভিন্ন জেলা থেকে চাষিরা এসে চারা কিনছেন। বীজতলার মালিকরা জমি থেকে চারা তুলে বিক্রয়ের জন্য প্রস্তুত করছেন। আবার কেউ আগাছা পরিষ্কার করে পোকামাকড় দূর করতে ওষুধ ব্যবহার করছেন।

কৃষকরা জানান, সদর ও রায়পুরার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। তবে তার ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। বর্তমানে শীতের সবজির আবাদের মৌসুম চলছে। কৃষি কর্মকর্তারা ক্ষতির পরিমাণ নিরূপণ কাজ করছেন।

সবজিচাষি আবদুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে শিবপুর কুন্দারপাড়া গ্রামে এসেছি সবজি চারা কিনতে। এখানে ভালোমানের চারা পাওয়া যায়। এবার প্রায় ছয় বিঘা জমিতে চাষাবাদ করেছি। বেগুন, বাঁধাকপি ও মরিচসহ কয়েক জাতের সবজির চারা কিনেছি।’

দুই যুগ আগে মুদি দোকান ছেড়ে চাষাবাদ শুরু করেন মোশাররফ হোসেন ভূইয়া। তিনি বলেন, ‘প্রতিবছর প্রায় ৬ বিঘা জমিতে চাষাবাদ করি। খরচ হয় ৩ লাখ টাকার ওপরে। আবাদ ভালো হলে ৮ থেকে ৯ লাখ টাকা আয় হয়। তবে এবার লাউসহ কয়েকটি সবজিতে লোকসান হয়েছে। তবে শীতের সবজি দিয়ে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘এবার শীতের আগাম সবজির চারা সময়মতো বিক্রি করতে পারিনি। অনেক কৃষক বৃষ্টিতে চারা রোপণ করে লোকসান গুনেছেন। সময়মতো সবজি চারা না পাওয়ায় আবাদ কমেছে। আগে ১ কেজি বীজ ৫০ হাজার টাকায় পাওয়া যেত, এখন তা বেড়ে লাখ টাকা হয়েছে। এ ছাড়া শ্রমিকসংকটও রয়েছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘কৃষি কর্মকর্তারা বিগত পাঁচ বছর ধরে আমাকে কীটনাশক প্রয়োগের জন্য একটি চার্জের মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন, তা এখনো পাইনি। তারা মাঝে-মধ্যে আসেন, খেতের ছবি ও ভিডিও তুলে চলে যান, তারপর আর খবর নেন না।’

শিবপুরের পালপাড়া গ্রামের আমিরুল ইসলাম ও শফিক মিয়া বলেন, ‘শীতের আগাম সবজি লাউ, সিম, বেগুন, ফুলকপি বাজারে আসতে শুরু করেছে। তবে তুলনামূলকভাবে চাষাবাদ কম হওয়ায় আবার নতুন করে চারা রোপণ করেছি। আগামী মাসের শেষের দিকে ফুলকপিসহ শীতের সবজি বাজারে আসবে। আমরা আশা করছি আগে বাজার ধরতে পারব।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আজিজুর রহমান বলেন, ‘নরসিংদীতে অনেক জাতের বিষমুক্ত সবজি চাষ হয়। চলতি বছরে জেলার ৬টি উপজেলায় সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার ৪৫০ হেক্টর জমি। এর মধ্যে শীতের সবজি চাষ হয়েছে মাত্র ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে।’ তিনি আরও বলেন, সবজি চারা উৎপাদন লাভজনক হওয়ায় কৃষকরা এতে বেশি ঝুকেছেন। কৃষি বিভাগ তাদের চারা উৎপাদনের বিভিন্ন পরামর্শ ও সহায়তা দিচ্ছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD