বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নরসিংদী জেলা আমীর অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন বলেছেন, ষড়যন্ত্রকারীরা এদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ভিনদেশীদের হাতে এদেশকে তুলে দিতে চায়। তারা এদেশের স্বাধীনতার শত্রু,তারা ইসলামের শত্রু। শনিবার রাতে চিনিশপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে সীরাত মাহফিল ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নরসিংদী জেলার সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন, আদ দাওয়াহ্ ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সিফাত হাসান, নরসিংদী সদর উপজেলা জামায়াতের আমীর মাহফুজ ভূইয়া, শহর জামায়াতের আমীর আজিজুর রহমান সহ আরও অনেকে।