নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন খবরের কাগজকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়।
এ ঘটনায় শিবপুর থানায় করা মামলায় বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, নজরুল ইসলামের সঙ্গে নিয়মিত মামলায় ওয়ারেন্টভুক্ত আরও তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।