নরসিংদীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করবেন।
সকাল ৮টায় নরসিংদী আদালত সংলগ্ন খেলার মাঠে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এর আগে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।