1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল : নাছিম

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ১৮৩ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯: ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়েই দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

নাছিম বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের স্বপ্নকে হত্যা করা হয়েছে। খুনির দল গণতন্ত্রকে সামরিকতন্ত্র দিয়ে নষ্ট করেছে। দেশের স্বাধীনতার চেতনা খণ্ড-বিখণ্ড করেছে।”

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, “৩০ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে। আজকের দিনকে আমরা গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করছি। আর যারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, নারী ও শিশুদেরকে হত্যা করেছে, তারা আজকে কাল দিবস হিসেবে পালন করছে। স্বাধীনতা বিরোধীরা আজকে গণতন্ত্রের কথা বলে কান্না করে, মানুষকে বিভ্রান্ত করতে চায়।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন উন্নত বাংলাদেশ নির্মাণে কাজ করছেন তখন আবারও ষড়যন্ত্র করছে গণতন্ত্র ধ্বংস করতে। বাংলাদেশকে ধর্মান্ধ-সাম্প্রদায়িক বানাতে চায়। এই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করতে হবে।”

শোষণমুক্ত বাংলাদেশ গড়তে, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। যতদিন শেখ হাসিনার নেতৃত্বে দেশ থাকবে, আমরা ততদিন সঠিক পথে থাকবো বলেও মন্তব্য করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD