1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বালুর মাঠে পড়ে ছিল নবজাতক

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ১৮৮ পাঠক

ব্রাহ্মণবাড়িয়া | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০: ব্রাহ্মণবাড়িয়ায় কাপড় দিয়ে মুড়ানো অবস্থায় এক নবজাতক (কন্যা) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে পৌর এলাকার পৈরতলা গ্রামের আনসার ক্যাম্পের পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভার্তি করা হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটি ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বলেন, সকালে বাচ্চাটি পুলিশ হাসপাতালে নিয়ে আসে। শীতে তার শরীরের তাপমাত্রা কমে গিয়েছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর বর্তমানে শিশুটি ভালো আছে। বাচ্চাটির প্রতি বিশেষ নজর রাখা হয়েছে। নবজাতকটি পুরোপুরি সুস্থ্য হওয়ার পর এ বিষয়ে পুলিশ সিদ্ধান্ত নেবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে সোমবার রাতে জন্ম হওয়ার পরই বাচ্চাটিকে এখানে ফেলে দেওয়া হয়েছে। নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD