1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পলাশে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু ও দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ১৭২ পাঠক

সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ :
নরসিংদীর পলাশে করোনা উপসর্গ নিয়ে মোঃ আবদুল্লাহ আনসারী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরে ওই বৃদ্ধের লাশ পলাশ উপজেলা প্রশাসনের তত্বাবধানে দাফন করা হয়। সোমবার (১৩ এপ্রিল) সন্ধায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারে করোনা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধা ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের মৃত মোঃ ইউনুস আনসারীর ছেলে। তিনি পলাশ বাজারে ভাড়া বাসায় বসবাস করে হোটেলের ব্যবসা করতেন। বিষয়টি নিশ্চিত করে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী জানান, মৃত ওই বৃদ্ধার করোনা সন্দেহে রোববার বিকালে উপজেলা সদর হাসপাতালের ডাক্তারের একটি টিম ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয়। কিন্তু গতকাল সোমবার সন্ধ্যার দিকে করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যাওয়ার পর স্বজনরা সহ প্রতিবেশী কেউ এগিয়ে আসেনি। এদিকে সোমবার রাতেই উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে ও পলাশ থানার ওসি শেখ মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ও স্বেচ্ছাসেবী আলেমদের সহায়তায় রাত ১০টায় জানাজা নামাজ শেষে পলাশ কো-অপারেটিভ সামাজিক কবরস্থানে দাফন করা হয়। আইইডিসিয়ার থেকে মৃত ওই বৃদ্ধের রিপোর্ট আসলে করোনা সংক্রমণ ছিল কি না নিশ্চিত হওয়া যাবে বলে নির্বাহী অফিসার জানান।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD