1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ০১ মে ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদী আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ২৭৭ পাঠক

নরসিংদী প্রতিদিন ডেস্ক: গত ১৬ মার্চ নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ৩৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়েছে। স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ক্রীড়ানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী, জেলা শিক্ষা অফিসার হারুন অর রশীদ সরকার। স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. মোর্শেদ শাহরিয়ার, এ বি এম আজরাফ টিপু, মুহম্মদ জয়নুল আবেদিন, রিয়াজুল ইসলাম সরকার, কাজী জহিরুল ইসলাম খোকন ও শিউলি বেগম।
বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শিক্ষাবিদ ড. পূর্ণিমা দে।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর এ কে এম ফজলুল হক লিটন। ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মাস ব্যাংক নরসিংদী শাখার ব্যবস্থাপক রওনক নাসরিন খান, নেজারত ডেপুটি কালেক্টর মো. শাহ আলম মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল মোহাম্মদ মানিক, কোষাধ্যক্ষ ফারুক মিয়া, এনএসপি’র সাধারণ সম্পাদক নাছিবুর রহমান খান, নরসিংদীর কাগজ সম্পাদক এম এ আউয়াল, মাটির পুতুল সম্পাদক মো. আমজাদ হোসেন, নরসিংদীর জনপদ সম্পাদক সালমা সুলতানা, সাংবাদিক হলধর দাস ও শরিফ ইকবাল রাসেল। ক্রীড়া প্রতিযোগিতায় ৩৭ টি ইভেন্টে প্রায় ৪ শত প্রতিযোগি অংশ নেয়। দর্শকরা চোর পালাল, যুদ্ধ ক্ষেত্রে বন্ধু নয়, পরীর মতো ডানা মেলে যাব এবার চাঁদের দেশে, সখি তোরা দৌড়ে আয় বেলা যে যায়রে যায়, এগিয়ে যাব ১০০ মিটার কোক খাব ১ লিটার, ঝড়ের দিনে মামার দেশে, বাজনার তালে তালে হাট সুযোগ পেলে বস, বান্ধবী তোর চোখের বালি, বধূ বিদায় খেলা গুলো আনন্দ দিয়েছে। খেলা শেষে প্রধান অতিথি ড. পূর্ণিমা দে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রীড়া পরিচালনা করেন মো. আলমগীর হোসেন, ফারহানা শাহনাজ, জিনাত আরা পাপড়ি, নাজনিন খান বীনা ও মেহেদী হাসান টিপু।

সূত্র: জি ডি



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD