1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় ৩টি ওয়ার্ডে উপ-নির্বাচন, নিরপেক্ষ করার লক্ষে র‌্যাব,বিজিপি,পযার্প্ত পুলিশ মোতায়েন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ২৮১ পাঠক

নরসিংদী রায়পুরা থেকে, লক্ষন বর্মন: নরসিংদীর রায়পুরা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডে পুন:ভোটগ্রহণ ও দুইটি ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার সকাল থেকে। তবে দাঙ্গা প্রবণ চরাঞ্চল মির্জাচর ইউনিয়নের কেন্দ্রটি শতভাগ ঝুঁকিপূর্ণ হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, গত ইউপি নির্বাচনে ভোট গ্রহণকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলার মির্জাচর ইউনিয়নের ৯নং কেন্দ্রের তিনটি বুথে ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করেন সংশিষ্ট রিটার্নিং কর্মকর্তা। অপর দিকে ২৯ মার্চ নিলক্ষা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. শাজাহান মিয়া এবং ১২ মে হাইরমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আক্তার হোসেন মৃত্যুবরণ করায় উল্ল্যেখিত দুটি ওয়ার্ড শূন্য ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফলে শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী দুটি ইউনিয়নের দুটি ওয়ার্ডে ও মির্জাচর ইউনিয়নে একটি কেন্দ্রে স্থগিতকৃত ৩টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ারুল হক জানান, মির্জাচর ইউনিয়নের স্থগিতকৃত কেন্দ্রে ইউপি চেয়াম্যান পদে ১১জন, সাধারণ সদস্য দুইজন ও সংরক্ষিত সদস্য তিনজন প্রার্থী প্রতিযোগিতা করছেন। নিলক্ষা ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তিনজন ও হাইরমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিযোগিতা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ভোটগ্রহণের প্রস্তুতি ভাল। কোন ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে শতভাগ আশাবাদী। জানাগেছে মির্জাচর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ফারুকুল ইসলাম এর উপর তার বাড়ীতে প্রতিপক্ষের ভাড়া করা সন্ত্রাসীরা স্পিড বোড দিয়ে হামলা চালায়। এ খবর পেয়ে রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম সরকার পিপিএম তার সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সন্ত্রাসী কামাল চৌধুরীর ভাড়া করা ১২টি স্পিড বোড আটক করেন। অবাদ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন করার লক্ষে র‌্যাব,বিজিপি,পযার্প্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD