শিবপুর সংবাদদাতা, নরসিংদী প্রতিদিন,শুক্রবার,২ নভেম্বর ২০১৮:
শিবপুর উপজেলার কুমরাদী গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে আঃ রহমান, অরিদ আলীর ছেলে মোখলেছুর রহমান, কাজল মিয়া, আঃ রহমানের স্ত্রী হাসেনারা ১৪৫ ধারা ভঙ্গ করে গৃহ নির্মাণের কাজ করে যাচ্ছে মর্মে গত ৩০ অক্টোবর খন্দকার তোফাজ্জল হোসেন আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। কুমরাদী গ্রামের হোসেন আরা ওরফে মেওয়া সাবেক ৬৩৯ আর এস ১৪৭৪ দাগ হইতে ৪৩৬৪ দলিল ২৪ মূলে শতাংশ জমির মালিক বলে দাবী করেন। এ বিষয়ে আদালতে আপীল মামলা চলমান থাকা অবস্থায় পেশি শক্তির দাপটে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। গত ৩১ অক্টোবর উভয় পক্ষের বিরোধ নিস্পতি না হওয়া পর্যন্ত গৃহ নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য শিবপুর মডেল থানার এস আই মজিবর অভিযুক্তদের নিষেধ করেন। কিন্তু তাতেও ক্ষ্যান্ত হয়নি আব্দুর রহমান গং। পুলিশের বাধাকে ডিঙ্গিয়ে গৃহ নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় যে কোন সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার আশংকা বিরাজ করছে। এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় প্রশাশন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি বর্গে হস্তক্ষেপ কামনা করেছেন।