1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৪ মে ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

তিতুমীর কলেজে ৫টি বাস দেওয়ার ঘোষণা আব্দুল কাদির মোল্লার

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪২১ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০ :
সরকারি তিতুমীর কলেজের সংকট নিরসনে ভূমিকা রাখায় বিশিষ্ঠ দানবীর নরসিংদীর কৃতি সন্তান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  আজ (১৯ ফেব্রুয়ারি) শহীদ বরকত মিলনায়তনে কলেজের শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের জন্য তিনি ৫টি বাস উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দেন।

সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.আশরাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোসা. আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু, কলেজ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদির মোল্লা বলেন, মাত্র একশত ষাট টাকা জোগাড় করতে না পারায় মাধ্যমিক পরীক্ষায় স্টার মার্কস পেয়েও আমি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারিনি। দারিদ্রের কষাঘাতে জর্জরিত জীবনে একের পর এক জীবনযুদ্ধে অবতীর্ণ হয়েছি। একে একে পরিবারের সবাইকে হারিয়েছি।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী ১৯৭৪ সালের দুর্ভিক্ষে বিনা খাবারে বিনা চিকিৎসায় আমার বাবা মারা যায়। তারপর আমার মা-কে হারাই। এত কিছুর পরও হতাশ হইনি। তাই সমস্যার সমাধান খুঁজে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাস্তবতা মেনে নিতে হবে তবে হার মানা যাবে না।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD