৪ মাস ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী রবিউল ইসলামকে (২৪) খুঁজছেন তার পরিবার। গত মে মাসের ১০ তারিখে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ‘মামা-ভাগিনা ব্রিক ফিল্ড’ নামক ইট ভাটায় কাজ শেষে বাসায় ফেরার পথে কেওডালা বাজার থেকে নিখোঁজ হয় রবিউল।
রবিউল ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। রবিউলের গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা চেক শার্ট ও কালো প্যান্ট।
জানা গেছে, গত মার্চ মাসে ইটভাটায় কাজ করতে বাবা-মায়ের সাথে নারায়ণগঞ্জে যান রবিউল ইসলাম। সেখানে কাজ করা অবস্থায় গত মে মাসের ১০ তারিখে ওই এলাকার মামা-ভাগিনা ব্রিক ফিল্ড নামক ইটভাটায় কাজ শেষে বাসায় ফেরার পথে কেওডালা বাজার থেকে নিখোঁজ হয় সে। এর পর থেকে তার পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। এ ব্যাপারে
নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন রবিউলের বাবা নজরুল ইসলাম।
রবিউলের বাবা নজরুল ইসলাম বলেন, আমার ছেলে বাকপ্রতিবন্ধি। সে এখানে কারও সাথে তেমন মিশতো না। ভাটায় যেত কাজ করতো আবার কাজ শেষে বাসায় চলে আসতো। গত ৪ মাস যাবত আমার ছেলে নিখোঁজ রয়েছে। কোথায় এবং কিভাবে রয়েছে জানি না। যদি কেউ আমার ছেলের সন্ধান পেয়ে থাকেন তাহলে আমার নাম্বারে (০১৭৩৭৫৭৮৯২৭) যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।