নওগাঁর মান্দায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সতীহাট বাজারে পেঁয়াজসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য যাচাই ও ঊর্ধ্বগতি ঠেকাতে মান্দা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম।
এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ৭ জন খুচরা ও পাইকারী ব্যবসায়ীসহ কয়েকজন মজুদদারকে বিভিন্ন অংকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা করেন ইউএনও আব্দুল হালিম এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স সহ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস. এম এনামুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম বলেন, অসাদু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করতে না পারে, সে জন্যই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।