1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নোংরা পরিবেশে খাদ্য তৈরি, বেকারির ৫০ হাজার টাকা জরিমানা

সফুরউদ্দিন প্রভাত
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬০ পাঠক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির দায়ে এক বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকালে উপজেলার সদর পৌর সভার মুকুন্দী গ্রামে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে মক্কা-মদিনা নামের একটি বেকারী মালিক বোরহান উদ্দিনকে এই অর্থদন্ড করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক জানান, বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআই এর অনুমোদন না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মক্কা মদিনা বেকারীর স্বত্তাধিকারী বোরহান উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই মাঠ প্রতিনিধি এবং আড়াইহাজারের সেনেটারি ইন্সপেক্টর হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এই সময় বেকারীটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও জানান, সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে একটি মহল তাদের ব্যবসায়ীক উদ্দেশ্য হাসিল করছে। বাইরে ঝকঝকা পরিবেশ থাকলেও ভেতরে নোংরা পরিবেশে খাবার তৈরি করে বিক্রি করছে। তাই জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD