1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদী ও মাধবদী পৌর নির্বাচনে তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ২৩৮ পাঠক
নরসিংদী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী আশরাফ হোসেন সরকার ও রিপন সরকার, মাধবদীতে স্বতন্ত্র প্রার্থী মাধবদী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দাখিল করা ১২ প্রার্থীর মধ্যে ৩ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরমধ্যে নরসিংদী পৌরসভায় ২ জন ও মাধবদী পৌরসভায় ১ জন। এছাড়া নরসিংদী পৌরসভায় একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। মঙ্গলবার (২৬) জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিনে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নরসিংদী পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আশরাফ হোসেন সরকার ও রিপন সরকার এবং স্বতন্ত্র প্রার্থী (আওয়মী লীগের বিদ্রোহী) মোন্তাজ উদ্দিন ভুইয়ার মনোনয়ন বাতিল হয়েছে।
শেষ পর্যন্ত নরসিংদী পৌরসভায় মোট ৪ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আ.লীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু, বিএনপি মনোনীত প্রার্থী মো: হারুন অর রশিদ, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) এস এম কাইয়ুম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আসাদুল হক।
অপরদিকে মাধবদী পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন মাধবদী বাজার বনিক সমিতিন সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন। এখানে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ৪ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, বিএনপি মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসেন আনু, স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনির হোসেন শামিম।
এছাড়া দুই পৌরসভায় কাউন্সিলর পদে মোট ৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরমধ্যে নরসিংদী পৌরসভায় ১ জন ও মাধবদীতে ৪ জন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন সিনিয়র কর্মকর্তা মো: মেছবাহ উদ্দিন জানান, আগামীকাল (২৭ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ হবে। এরমধ্যে নরসিংদী পৌরসভায় ব্যালটে ও মাধবদী পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ করা হবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD