1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

ঘোড়াশাল সার কারখানার গ্যাস লাইনে আগুন,পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন:
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২৬ পাঠক

নরসিংদীর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। পৌনে ৫ ঘণ্টা পর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

কারখানায় নির্মাণাধীন একটি ভবনে পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মুহাম্মদ সাদিকুল বারী নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫ থেকে ২০ ইঞ্চি ব্যাসের তিতাস গ্যাসের সরবরাহ লাইনের ভাল্বটি ঘটনাস্থলের খুব কাছাকাছি হওয়ায় তা বন্ধ করতে সময় লাগে। আগুনের শিখা প্রায় ৬০ ফুট উচ্চতা ছাড়িয়ে যায়। প্রচণ্ড তাপে কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না। আগুনের তাপে গ্যাসের ভাল্বটি অকেজো হয়ে পড়েছিল বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘোড়াশাল, পলাশ ও নরসিংদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নরসিংদীর ফায়ার সার্ভিসের উপপরিচালক নুরুল ইসলাম জানান, সকাল থেকে ঘোড়াশাল সার কারখানার ভেতরে নতুন একটি ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ তিতাস গ্যাসের একটি পাইপ লিক হলে আগুন লাগে। এ সময় পাইলিংয়ের কাজ করা আশরাফ ট্রেডার্সের একটি মেশিন পুড়ে যায়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD