1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিব ও সাধারণ সম্পাদক হুমায়ুন শাহ্

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪০৭ পাঠক

নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২১-২৩ এর নির্বাচনে বৈশাখী টেলিভিশন এর নরসিংদী প্রতিনিধি মো: হাবিবুর রহমান হাবিব সভাপতি ও সাপ্তাহিক নরসিংদীর সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক হুমায়ুন কবীর শাহ্ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত ১১ সদস্য এ কমিটিতে আসাদুল হক পলাশ সিনিয়র সহ-সভাপতি, মাহবুবর রহমান সহ-সভাপতি, মনজিল এ মিল্লাত সহ-সাধারণ সম্পাদক, মোহাম্মদ জয়নুল আবেদীন কোষাধ্যক্ষ, এ এইচ ভূঁইয়া সজল সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, বিশ্বজিৎ সাহা, মো. শাহীন মিয়া, আব্দুল হান্নান ভূঁইয়া কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাসুম এর স্বাক্ষরিত পত্রে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
এ নির্বাচনে ৫৩ জন ভোটার নিয়ে মোট ৮টি পদে ২৫জন সদস্য প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করে হাবিবুর রহমান ২০ ভোট, এম এ আউয়াল ১৩ ভোট, মো: নুরুল ইসলাম ১৩ ভোট, মো: মাজহারুল পারভেজ মন্টি ০৬ ভোট পেয়েছেন। ৭ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন হাবিবুর রহমান হাবিব।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৫জন, আসাদুল হক পলাশ ১৯ ভোট, মাহবুর রহমান ১৬ ভোট, মশিউর রহমান সেলিম ১৬ ভোট, আবদুল্লাহ আল শিবলী ১২ ভোট, মো: বদরুল আমিন চৌধুরী ১০ ভোট। এর মধ্যে আসাদুল হক পলাশ সিনিয়র সহ-সভাপতি, মাহবুবর রহমান সহ-সভাপতি নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করেন, মো: হুমায়ুন কবীর শাহ্ ২২ ভোট, মো: সেলিম মিয়া ১৪ ভোট, মো: মোবারক হোসেন ১৩ ভোট, হামিদুল হক আহাদ ০৩ ভোট পেয়েছেন। এর মধ্যে ৮ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: হুমায়ুন কবীর শাহ্।
সহ-সাধারণ সম্পাদক পদে ৩জন প্রতিদ্বন্দ্বীতা করেন, মনজিল এ মিল্লাত ২৪ ভোট, প্রীতি রঞ্জন সাহা ১৮ ভোট, মো: সোহেল এর হোসেন ০৯ ভোট পেয়েছেন। এতে ৬ ভোট বেশি পেয়ে মনজিল এ মিল্লাত সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করেন, মোহাম্মদ জয়নুল আবেদীন ২৯ ভোট, মো: জাকির হোসেন ভূঁইয়া ২৩ ভোট পেয়েছেন। এর মধ্যে ৬ ভোট বেশি পেয়ে মোহাম্মদ জয়নুল আবেদীন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ২জন প্রতিদ্বন্দ্বীতা করেন, এ এইচ ভূঁইয়া সজল ২৯ ভোট, মোহাম্মদ শফিকুল ইসলাম ২১ ভোট পেয়েছেন। এর মধ্যে ৮ ভোট বেশি পেয়ে এ এইচ ভূঁইয়া সজল সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এ, টি, এম, মোস্তফা বাবর নির্বাচিত হন।
কার্যনির্বাহী পদে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করেন, বিশ্বজিৎ সাহা ৩৩ ভোট, মো. শাহীন মিয়া ৩১ ভোট, আব্দুল হান্নান ভূঁইয়া ২৫ ভোট, হলধর দাস ২৪ ভোট পেয়েছেন। এ মধ্যে হলধর দাস সবচেয়ে কম ভোট পেয়ে কার্যনির্বাহী পদে পরাজিত হর।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD