1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় আগুনে পুড়লো বসতঘর শেষ সম্বল ছাই

হারুনুর রশিদ | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ পাঠক

নরসিংদীর রায়পুরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গরীব অসহায় ইসমাইল হোসেন (৩২) বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তিনি পেশায় একজন ফুটপাতে পুরাতন কাপড় ব্যবসায়ী। শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার বেলা পৌনে ১১টার দিকে ওই ঘর থেকে হঠাৎ ধুঁয়া দেখতে পান। ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন লাগার সাথে সাথে মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরটিতে। ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়লেও আগুনে পুড়ে যায় সব আসবাবপত্র নতুন পুরাতন কাপড়। প্রাথমিক ভাবে কি কারনে অগ্নিকাণ্ড সূত্রপাত হয় তা জানা যায়নি। স্থানীয়দের ধারনা বিদ্যুৎতীক সট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন বলেন, ‘স্ত্রী তিন ছেলে মেয়ে কোনো মতে ওই ঘরে বসবাস করে আসছিলাম। আগুনে পুড়ে সব শেষ। সরকারি সহযোগিতা পেলে জীবনটা বাঁচাতে পারবো।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি খুবই গরীব অসহায় মানুষ। আমার পক্ষ থেকে তাকে সহযোগিতার জন্য যা যা করনিয় তাই করবো।’
রায়পুরা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নাসির উদ্দিন জানান, বেলা ১০ টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে বেলা ১১টায় ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডে বসতঘরসহ মালামাল আসবাবপত্র পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD