২৮ অক্টোবর ঢাকায় বড় দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগ পাশাপাশি বড় দুইটি কর্মসূচি ঘোষণা করেছে।
তাদের এসব কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা যোগদান করবেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে কেউ যাতে কোন প্রকার অস্থিরতা বা নাশকতার চেষ্টা না করতে পারে সেই কারণে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশের চেকপোষ্ট থাকবে বলে জানান জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।
উল্লেখ, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে জনসভার ডাক দিয়েছে মাঠের বিএনপি। পাশাপাশি একই দিন বায়তুল মোকাররম এলাকায় জনসভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।