1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

আফগানিস্তানের কাছে পাকিস্তানের পরাজয়

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ২৫ মে, ২০১৯
  • ১৮০ পাঠক

স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ২৫ মে ২০১৯: আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ডে শুরু হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর অনুশীলন ম্যাচ। শুক্রবার খেলায় শক্তিশালী পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে আফগানিস্তান।

ব্রিস্টলে আগে ব্যাট করা পাকিস্তান ৪৭.৫ ওভারে ২৬২ রানে অলআউট হয়েছিলো। বাবর আজম দলের পক্ষে সর্বোচ্চ ১১২ রান করেন। এ ছাড়া শোয়েব মালিক ৪৪ রান করেন।আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ৩টি ও রশীদ খান ২টি উইকেট নেন।

জবাবে আফগানরা শুরু থেকেই পাকিস্তানী বোলিংয়ের ওপর চড়াও হয়। ওপেনার হযরতউল্লাহ জাজাই ২৮ বলে ৪৯ রান করেন। রহমত শাহ করেন ৩২ রান। এরপর হাসমাতউল্লাহ শহীদি ৭৪ রান করে অপরাজিত থাকেন। মাঝে নবী এসে ৩৪ রানের ইনিংস খেলেন।

শেষ দিকে ওয়াহাব রিয়াদ দ্রুত ২ উইকেট তুলে নিলেও ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ফলে ৩ উইকেটের জয় পায় আফগান।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪৭.৫ ওভারে ২৬২ (ইমাম ৩২, ফখর ১৯, বাবর ১১২, হারিস ১, হাফিজ ১২, মালিক ৪৪, সরফরাজ ১৩, ওয়াসিম ১৮, হাসান ৬, শাদাব ১, ওয়াহাব ১*; দৌলত ২/৩৭, মুজিব ০/৩৯, নবি ৩/৪৬, হামিদ ১/৩১, রশিদ ২/২৭, নাইব ০/৩৩, অফতাব ১/৪৭)
আফগানিস্তান: ৪৯.৪ ওভারে ২৬৩/৭ (শাহজাদ ২৩, জাজাই ৪৯, রহমত ৩২, শাহিদি ৭৪*, শিনওয়ারি ২২, আফগান ৭, নবি ৩৪, নাইব ২, নাজিবউল্লাহ ১, রশিদ ৫*; আমির ০/২৭, আফ্রিদি ০/৫১, ওয়াহাব ৩/৪৬, হাফিজ ০/১২, শাদাব ১/৬৪, হাসনাইন ১/৩৪, ওয়াসিম ২/২৯)



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD