1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:১২ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ মতিউরের আত্মত্যাগ দেশপ্রেমের উদাহরণ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ১৯৮ পাঠক

মো. আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯ :
বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী প্রধান (প্রশাসক) এয়ার ভাইস মার্শাল এ কে এম আহ্সানুল হক বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের আত্মত্যাগের মাধ্যমে দেশপ্রেমর যে উদাহরণ আমাদের জন্য রেখে গেছেন, তাঁর নামানুসারে স্থাপিত বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজ শুধু মাত্র দেশে শিক্ষার প্রসারই নয় বরং মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় ভষিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মতিউরনগরে (রামনগর) অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজ মাঠে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এয়ার ভাইস মার্শাল এ কে এম আহ্সানুল হক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহবানে সাড়া দিয়ে বাংলার আপাময় জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিমান বাহিনী যে সকল সদস্য বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাঁদের মধ্যে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের অবদান অনস্বীকার্য।

বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ওই সময় উপস্থিত ছিলেন, বিমান বাহিনীর কল্যাণ ও অনুদান পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর এম এ আওয়াল হোসেন, বিমান বাহিনীর শিক্ষা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর কাজী আব্দুল মঈন, নরসিংদী আইনজীবি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট এ এম বদরুদ্দোজা জিলু, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কনিষ্ঠ কন্যা তুহিন মতিউর, উপজেলা সেক্টরস্ ফোরাম ৭১’র সভাপতি যুদ্ধহত মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, কলেজের প্রিন্সিপাল আব্দুল লতিফ প্রমুখ। পরে এয়ার ভাইস মার্শাল এ কে এম আহ্সানুল হক অনুদানের ৫০ লাখ টাকার চেক কলেজের সভাপতি মো. ইউসুফ আলীর হাতে তোলে দেন।

উল্লেখ্য বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতি বিজরিত উপজেলার মুছাপুর ইউনিয়নের (রামনগর) বর্তমানে মতিউরনগর গ্রামের মরানদীর তীরে ২০১৮ সালে এক একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় বীরশ্রেষ্ঠ মতিউরনগন কলেজ।বর্তমানে কলেজটিতে অধ্যয়রত শিক্ষার্থীর সংখ্যা ৯৭জন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD