1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুল্লাহ বাহার ছিলেন আদর্শের সূর্য সৈনিক- প্রফেসর সূর্য্য কান্ত দাস

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ২৬৪ পাঠক

নরসিংদী প্রতিদিন ॥ বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুল্লাহ বাহার ছিলেন আদর্শ আর নৈতিকতার প্রতিক। ২১ অক্টোবর বিকেলে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সাপ্তাহিক নরসিংদীর খবর সম্পাদক,রাজনীতিবিধ,মহান মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনী কমান্ডার মরহুম হাবিবুল্লাহ বাহার এর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বৃত্তি প্রদান ও মিলাদ মাহফিলে প্রধান অথিতির বক্তৃতায় প্রফেসর সূর্য্যকান্ত দাস একথা বলেন। নরসিংদী কলেজের সাবেক অধ্যক্ষ ও হাবিবুল্লাহ বাহার স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী কলেজের সাবেক অধ্যক্ষ ও নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্য কান্ত দাস। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাবেক ডেপুটি ডাইরেক্টর ডাঃ জামাল উদ্দিন ভূঞা, সাপ্তাহিক নরসিংিদীর খবর সম্পাদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপিকা সেতারা বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান বশিরুল ইসলাম,সাবেক জেলা শিক্ষা অফিসার একেএম শাহজাহান,নরসিংদী প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক,সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ। হাবিবুল্লাহ বাহার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক হলধর দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা শেষে দ্বিতীয় পর্বে প্রতিবারের ন্যায় এবারও জেলায় বিভিন্ন স্কুলের গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে অতিথিবৃন্দ স্মৃতি সংসদের পক্ষ থেকে এককালীন ২০০০/- টাকা করে উদ্দীপনা বৃত্তি প্রদান করেন। এর পূর্বে মরহুম হাবিবুল্লাহ বাহার এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে মোনাজাত করেন ভেলানগর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস ছোবহান। প্রধান অথিতি আরো বলেন হাবিবুল্লাহ বাহার ছিলেন মহৎ হৃদয়ের অধিকারী। তিনি নরসিংদীবাসীর মন জয় করে গেছেন নরসিংদীর খবর পত্রিকা দিয়ে। এই পত্রিকাটিকে ধরে রাখার জন্য তিনি এর সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি আরো বলেন, আজকের এই দিনে হাবিবুল্লাহ বাহার এর মত বড় হৃদয়ের অধিকারী লোকের খুবই প্রয়োজন ছিল। একমাত্র হাবিবুল্লাহ বাহার এর কারণে নরসিংদীর খবর পত্রিকাটি জনপ্রিয়তা পেয়েছে। এই জনপ্রিয়তা ধরে রাখতে হলে কঠোর পরিশ্রম করতে হবে আর আমি মনে করি নরসিংদীর খবর পত্রিকায় এমন লোক রয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD