1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

হেরে আবহাওয়াকে দুষলেন কার্তিক!

স্পোর্টস ডেস্ক । নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৮ পাঠক

এবারের আসরের প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৪৯ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। হারের পর অন্য তত্ত্ব দাঁড় করিয়েছেন কেকেআর দলপতি দিনেশ কার্তিক। হারার সব কারণ দিলেন আবহাওয়ার ওপর। জানালেন, আরব আমিরাতের প্রচণ্ড গরমে ক্লান্ত ক্রিকেটাররা। যে কারণে নিজেদের খেলা নাকি খেলতে পারেনি কার্তিকরা।

মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে আইপিএলে ছাব্বিশ বারের দেখায় ২০ বারই হারতে হল কেকেআরকে। কিন্তু নাইট অধিনায়ক দীনেশ কার্তিক এখনই দলের কড়া সমালোচনার রাস্তায় হাঁটতে নারাজ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচ হেরে পুরস্কার বিতরণী মঞ্চে নাইট অধিনায়ক বলেন, ‘আমাদের উন্নতির প্রচুর জায়গা আছে। ব্যাটিংয়ে, বোলিংয়ে। মেনে নিচ্ছি, আমরা একেবারেই ভাল খেলিনি আজ। কিন্তু কে কোথায় ভুল করেছে, সে সব নিয়ে বলতে চাই না। ঠিক আছে। ছেলেরা বুঝতে পারছে কোথায় ভুলটা হল।’

কেকেআর যাদের গতবারের নিলাম থেকে প্রচুর অর্থ দিয়ে কিনেছিল, সেই ইয়ান মরগ্যান এবং প্যাট কামিন্স দু’জনেই এ দিন সুপারফ্লপ। সেটা কি চিন্তার নয়? নাইট অধিনায়কের জবাব, ‘একটা জিনিস মাথায় রাখতে হবে। কামিন্স আর মরগ্যান দু’জনেই নিজেদের কোয়ারান্টাইন শেষ করে আজ খেলতে নেমে পড়েছে। কাজটা কিন্তু খুব একটা সহজ নয়। এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। প্রচণ্ড গরম এখানে।’

কার্তিককে জিজ্ঞাসা করা হয়, তিনি নিজেও বা কেন টপ অর্ডার নিয়ে অত নাড়াচাড়া করতে গেলেন? নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে কি তার এ নিয়ে কথা হয়েছে? উত্তরে কিছুটা অসন্তুষ্ট কার্তিক বলেন, ‘না। সময় পাইনি। আপনাকে পরের ম্যাচের আগে জানিয়ে দেব।”

মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা কেকেআরের বিপক্ষে ম্যাচ জেতার পর অনেকটাই নিশ্চিন্ত। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করতে হয়েছিল মুম্বাইকে। প্রথম ম্যাচে রোহিত নিজেও রান পাননি।

কিন্তু বুধবারে কেকেআরকে শুধু হারালেন না। একই সঙ্গে ম্যাচ সেরার ট্রফিও নিয়ে গেলেন। রোহিত বলেন, ‘আমরা শুধু চেয়েছিলাম, নৃশংস ক্রিকেট খেলতে। সেই আমাদের প্ল্যান ছিল। নিজের ইনিংস নিয়ে বলতে হলে বলব, গত কয়েক মাস আমি ক্রিকেট খেলিনি। চেয়েছিলাম, ক্রিজে নেমে একটু সময় কাটাতে। প্রথম ম্যাচে হয়নি। কিন্তু দ্বিতীয় ম্যাচে হল।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD