1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

দ্রুত এগিয়ে চলেছে মেঘনা নদীর উপর ব্রীজের নির্মাণ কাজ দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে নরসিংদীর চরাঞ্চলবাসীর

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ২০ মে, ২০১৭
  • ২৫০ পাঠক

লক্ষন বর্মন, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর,নজরপুর,আলোকবালী ও চরদীগলদী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নরসিংদী -করিমপুর সড়কে মেঘনা নদীর উপর নির্মিত ব্রীজের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এতে করে চরাঞ্চলবাসীর দীর্ঘপ্রতিক্ষিত স্বপ্ন পূরণ এখন মাত্র সময়ের ব্যাপার। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) নরসিংদীর অধীনে ৮০ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজের কাজ প্রায় শেষের পথে। নরসিংদী সদর উপজেলায় মেঘনা নদীর অপর পার্শ্বের চরাঞ্চলের ৪ টি ইউনিয়নের জনসাধারনের সহিত শহরের যোগাযোগের ক্ষেত্রে ব্রীজটির গুরুত্ব অপরিসীম। প্রথমদিকে ভূমি অধিগ্রহণ ও অন্যান্য কিছু আইনী জটিলতার কারণে ব্রীজটির নির্মাণ কাজ মন্থর ছিল। বর্তমানে জমি অধিগ্রহন এবং অন্যান্য সমস্যা দূর হওয়ায় নির্মাণ কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,ইতিমধ্যেই ব্রীজের ১৫টি স্ল্যাবের মধ্যে ৪টি স্ল্যাবের কাজ সমাপ্ত হয়েছে আরো ৪টি স্ল্যাব এর কাজ আগামী ২০-২৫ দিনের মধ্যে সমাপ্ত হবে এবং ৭৫টি গার্ডার এর মধ্যে ৫০টি গার্ডার এর কাজ ইতি মধ্যেই সমাপ্ত হয়েছে। বর্তমানে ব্রীজটির প্রায় ৮০% কাজ সমাপ্ত হয়েছে। ব্রীজের নির্মাণ কাজ শেষ হলে সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর ও নজরপুর ইউনিয়নসহ আলোকবালী ইউনিয়ন ও চরদিঘলদী ইউনিয়নের প্রায় ১ লক্ষ ২৫ হাজার লোক সরাসরি উপকৃত হইবে। যোগাযোগ ব্যবস্থা দ্রুততর হলে ঐ এলাকায় অবহেলিত জনগনের জীবন মান উন্নত হবে। বর্তমানে ব্রীজের ব্যাপারে চরাঞ্চলের জনগনের মধ্যে ব্যাপক আশার আলো দেখা দিয়েছে। এ ব্যাপারে এলজিইডি নরসিংদী’র নির্বাহী প্রকৌশলী ফজলে হাবীব জানান, ব্রীজটির নির্মাণ কাজ বর্তমান সরকারের ও নরসিংদী -১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য, পানি সম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্নেল (অব:) নজরুল ইসলাম হীরু সাহেবের একটি যুগান্তকারী উদ্দ্যোগ। ইতিমধ্যে এলজিইডির মাধ্যমে ব্রীজের অপর পার্শ্বের চরাঞ্চলের উন্নয়নের জন্য পল্লী অবকাঠামো উন্নয়ন ও জীবন মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় চরাঞ্চলের রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাটর্, কবরস্থান, শ্বশ্মান ও বিল উন্নয়নের জন্য এই টাকা খরচ হবে। রাস্তা উন্নয়নের জন্য ইতিমধ্যে কয়েকটি কাজের দরপত্র আহবান করা হয়েছে। বর্তমানে ৬৩০.০০মিঃ ব্রীজের নির্মাণ কাজ যে গতিতে এগিয়ে চলছে তাতে করে আগামী জুলাই-আগষ্ট মাসের মধ্যে মুল নকশা’র কাজ শেষ হবে এবং ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে যানবাহন চলাচল ও জনগণের চলাচলের জন্য উম্মুক্ত করা সম্ভব হবে বলে আশা করা যায়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD