1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২০ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

সংবাদ পরিবেশন নিয়ে সাংবাদিকদের যা বললেন মু‌ক্তিযুদ্ধমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ১৭৩ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯:
সংবা‌দিক‌দেরকে ইতিবাচক দৃ‌ষ্টিভ‌ঙ্গি নি‌য়ে যেকোনও সমস্যা বস্তুনিষ্টভাবে প‌রি‌বেশন করার আহ্বান জা‌নি‌য়েছেন মু‌ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জা‌ম্মেল হক।

বৃহস্প‌তিবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লা‌বের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গাজীপুর উন্নয়ন পরিষদ আয়োজিত ‘আধুনিক গাজীপুর উন্নয়‌নের চ্যা‌লেঞ্জ ও করণীয়: জনপ্র‌তি‌নি‌ধি ও পেশাজীবী‌দের ভূ‌মিকা’ শীর্ষক গোল‌টে‌বিল বৈঠক তিনি এসব কথা ব‌লেন।

সমাজে সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘যেখা‌নে যে সমস্যাই হোক না কেন তা সাংবা‌দিকরা তু‌লে ধর‌লে কাজ করা সহজ হয়। সেই সমস্যাগু‌লো কেন্দ্রীয় সরকা‌রের হোক কিংবা স্থানীয় সরকারের। সবগু‌লো সমস্যা যদি প‌জে‌টিভ দৃ‌ষ্টি‌তে লিখা হয় তাহ‌লে সং‌শ্লিষ্ট বিষ‌য়ে সরকা‌রের কা‌ছে প‌রিষ্কার হ‌বে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইতিবাচক দৃ‌ষ্টিভ‌ঙ্গি‌তে লিখ‌বেন, তাহ‌লে ব্যবস্থা নি‌তে সু‌বিধা হবে। কাউকে হেয় করার জন্য নিউজ করার দরকার আছে ব‌লে ম‌নে ক‌রি না। জনগণের স্বা‌র্থে পজে‌টিভভা‌বে সরকা‌রের দৃ‌ষ্টি আকর্ষণ কর‌লে অনেক কা‌জে আসে।’

‌মন্ত্রী আরও ব‌লেন, ‘সারা ‌দে‌শের নদীগুলোর সমস্যা একটা জাতীয় সমস্যা। বর্জ্য ব্যবস্থাপনা নি‌য়ে সরকা‌রের পক্ষ থে‌কে অনেক প‌রিকল্পনা নেয়া হ‌য়ে‌ছে। নদীর স্রোত বা নাব্যতা ফি‌রি‌য়ে আনার জন্য কাজ করা হচ্ছে। যদিও পু‌রোটাই এখনও বাস্তবায়ন হয়নি। ঢাকার আশপাশের চারটা নদী খনন করার জন্য প্রকল্প নেয়া হ‌য়ে‌ছে। এই কাজটা শেষ করার জন্য সময় লাগ‌বে। প্রকল্পটা বাস্তবায়ন হ‌লে নদী নি‌য়ে সমস্যা সমাধা‌নের প‌থে এগিয়ে যা‌বো আমরা।’

গোলটেবিল বৈঠকে জাতীয় সংস‌দের সংর‌ক্ষিত সংসদ সদস্য শামসুর নাহার ভূঁইয়া, বঙ্গবন্ধু গ‌বেষণা প‌রিষ‌দের সভাপ‌তি লায়ন মো. গ‌নি মিয়া বাবুল ও জাতীয় প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD