1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পলওয়েল এর ৫২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ১৯৯ পাঠক

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) এর ৫২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বোর্ড অব ডিরেক্টরর্স নির্বাচন-২০১৯ শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও পলওয়েল এর চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) সভায় সভাপতিত্ব করেন।

পুলিশ প্রধান পলওয়েল এর চলমান প্রকল্পের সাথে লাভজনক নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে প্রচীনতম এ সমবায়ী প্রতিষ্ঠানটির আয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি পলওয়েলকে আরও ব্যবসাবান্ধব এবং পুলিশের কল্যাণে ব্যবহারের জন্য শেয়ার হোল্ডারদের সহযোগিতা কামনা করেন।

সভায় পলওয়েল এর ৯ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডিরেক্টরর্স নির্বাচন করা হয়। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) পলওয়েল এর চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। অতিরিক্ত আইজি (অর্থ ও উন্নয়ন) মোঃ শাহাব উদ্দীন কোরেশী ভাইস চেয়ারম্যান এবং সিআইডির অতিরিক্ত আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পরিচালকরা হলেন, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোঃ আতিকুল ইসলাম, ডিআইজি (লজিস্টিকস) ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, ডিআইজি (প্রশাসন) মোঃ তওফিক মাহবুব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম (পুনর্নির্বাচিত) এবং অতিরিক্ত এসপি (অব.) এ. এফ. এম. জাবিদ হাসান।
সভায় সোসাইটির ডেলিগেট, সদস্য ও শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।  অতিরিক্ত আইজিপি ও বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, পরিচালক এবং শেয়ার হোল্ডারগণ সভায় বক্তব্য রাখেন।

বার্ষিক সাধারণ সভায় আদায়কৃত শেয়ার মূলধনের ওপর বিগত ২০১৭-২০১৮ এবং ২০১৮-১৯ উভয় অর্থ বছরের জন্য ৪০ ভাগ হারে লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়া, সভায় বিগত অর্থ বছরের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

(মোঃ সোহেল রানা) এআইজি (মিডিয়া এন্ড পিআর), বাংলাদেশ পুলিশ ,পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD