1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শেখেরচর বাসস্ট্যান্ড জামে মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেলো ২৭ কিশোর

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ২৯৭ পাঠক

খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০: নরসিংদীর শেখেরচরে ৪০ দিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে ২৭ জন কিশোর ১টি করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে। শুক্রবার(১৭ জানুয়ায়ী) জুমার নামাজের পর বিজয়ী কিশোরদের হাতে এই পুরষ্কার তুলে দেওয়া হয়। শেখেরচর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি ইমদাদুল্লাহ কাসেমী সাহেবের উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

জানা যায়, মাসদুয়েক আগে খতিব সাহেব এলাকার শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি উৎসাহিত করতে ঘোষণা করেন যারা টানা ৪০ দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, তাদেরকে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে। এই ঘোষণার পর থেকে ওই এলাকার ছেলেরা মসজিদে এসে নামাজ আদায় আগ্রহী হয়ে উঠে। খতিব সাহেব নিজেই তাদের উপস্থিতি তদারকি করেন। শুরুতে অনেকেই এতে থাকলেও টানা ৪০ দিনের হিসেবে অনেকেই বাদ পড়ে সর্বশেষ ২৭ জন টিকে থাকে। কিশোররা জানায়, খতিব সাহেবের ঘোষণা দেয়া শুধুমাত্র পুরস্কারের জন্য নয় বরং মহান আল্লাহকে সন্তুষ্ট করতেই তারা নামাজ আদায় করছে। তবে পুরস্কারের ঘোষণাটা তাদের মাঝে একটা আগ্রহের কারণ হিসেবে কাজ করেছে। বিগত এই সময়ে তারা নামাজের নিয়মকানুনসহ গুরুত্বপূর্ণ দোয়া-দরুদও শিখতে পেরেছে বলে তারা জানায়।

এই সুন্দর উদ্যোগের জন্য মুফতি ইমদাদুল্লাহ কাসেমী সাহেবসহ এরসাথে সংশ্লিষ্ট সবার প্রশংসা করেন সামাজিক ব্যক্তিবর্গরা।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD