1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

করোনা ভাইরাস: বেলাবর দুই ভাই অসহায়দের এক মাসের বেতন দিতে চান

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ২৬৮ পাঠক

মোঃ আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ : করোনার প্রভাবে বিশ্বজুড়েই এখন বড় সংকট। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে খেটে খাওয়া মানুষদের জন্য সে সংকট আরো বেশি। যারা দিন এনে দিন খান, তাদের রোজগারের উৎস বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এমন এক সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের একটু সাহায্য করার উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক ফেইসবুক স্ট্যাটাসে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তে কর্মরত মোঃ আমির হোসেন জানান, তারা দুই ভাই পুরো মাসের বেতন অসহায় মানুষদের দিতে চান। তার আরেক ভাই এসএম সাব্বির হোসেন। দেশের এই সংকটময় মূহুর্তে দেশের একজন নাগরিক হিসেবে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব উল্লেখ্য এমন ঘোষণা দেন। তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বেলাব উপজেলার সর্বস্তরের জনগন। বর্তমান করোনা সংকটে এই পরিবারটি যেভাবে মানুষের পাশে এগিয়ে এসেছেন তা সত্যিই প্রশংসার দাবীদার। উল্লেখ্য বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার খালেদার ছোট দুই ভাই তারা।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা জানান, এমন কঠিন মুহুর্তে একজন জনপ্রতিনিধি হিসেবে জনগনের পাশে থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান, সামর্থ্যে যতটুকু সম্ভব, ততটুকু দিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা। তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। তাই বিত্তবানদের প্রতিও আহ্বান জানাই তারাও যেন খেটে খাওয়া অসহায় মানুষদের পাশে সাহায্য নিয়ে দাঁড়ায়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD