1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

ঢাকার বাইরেও দেশের ২১ জেলায় করোনা রোগী সনাক্ত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ১৬৫ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ১০ এপ্রিল ২০২০:
রাজধানী ঢাকা ছাড়াও দেশের আরও অন্তত ২১টি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। তবে এখন পর্যন্ত ঢাকায় সংক্রমণ বেশি। রাজধানী ও ঢাকা জেলার বিভিন্ন জায়গায় মোট ২০৯ জন আক্রান্ত হয়েছেন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত নারায়ণগঞ্জ জেলায়। ওই জেলায় ৫৯ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের বিশেষ সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জানিয়েছিল, ৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩০ জন।

করোনা রোগী সনাক্ত হওয়া জেলাগুলো হলো- গাজীপুর, জামালপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, টাঙ্গাইল, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, রংপুর, গাইবান্ধা, নীলফামারি, চুয়াডাঙ্গা ও ময়মনসিংহ।

আইইসিডিআর জানিয়েছিল, ঢাকা শহরে মোট রোগী শনাক্ত হয়েছে ১৯৬ জন। শহরে মোট ৬১টি এলাকার মানুষ আক্রান্ত হয়েছে। ১০ জন বা তার বেশি আক্রান্ত হয়েছে ধানমন্ডি, ওয়ারি, বাসাবো, উত্তরা ও মিরপুর-১ এ। আলোচিত টোলারবাগে আক্রান্ত হয়েছে ৮ জন।

এছাড়া নারায়ণগঞ্জের বাইরে মাদারীপুর, চট্টগ্রাম ও গাইবান্ধায় আক্রান্তের সংখ্যা বেশি। এই তিন জেলায় ৯ মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১১, ৯ ও ৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের সূত্র বলছে, নতুন করে দেশের আরও দুটি জেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে সেই জেলা দুটির নাম ঘোষণা করতে পারে আইইডিসিআর।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD