1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বরিশালের দুটি ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ১৬৮ পাঠক

নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন
-শুক্রবার-১৯ জুন ২০২০:
করোনা ভাইরাস বরিশাল নগরীতে সর্বত্র বিস্তার করায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এবার উদ্যোগী হয়েছে সিটি কর্পোরেশন। নগরের ৩০টি ওয়ার্ডের ২৭টি ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বেশি মাত্রায় ঝুঁকিপূর্ণ প্রথম প্রর্যায়ে ১২ ও ২৪ নং দুটি ওয়ার্ডকে পুরোপুরি লকডাউনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিগগিরই এই এলাকায় লকডাউন কার্যকর করা হবে ।

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল প্রশাসনের শীর্ষসারির কর্মকর্তাদের সাথে এক ভিডিও কনফারেন্সে আলোচনা পরবর্তী দুটি ওয়ার্ডকে লকডাউন করার সিদ্ধান্ত নেন। পর্যায়ক্রমে রেড জোনে অন্তর্ভুক্ত বাকি ওয়ার্ডসমুহ পরিস্থিতির অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। রাতে বিসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সংবাদমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তিতে পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করে।

উল্লেখ্য, সম্প্রতি করোনার ব্যাপক বিস্তারে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল নগরীকে রেড জোন হিসেবে চিহ্নিত করে। এবং তিনটি ওয়ার্ড ব্যতিত বাকি ২৭টি ঝুঁকিপূর্ণ ঘোষণা দেয়।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, করোনা মহামারিতে সরকারের জোন ভিত্তিক নিষেধাজ্ঞা জারির নির্দেশনা বাস্তবায়নে বিসিসি উদ্যোগ নেয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ৩টায় সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর সভাপতিত্বে ভিডিও কনফারেন্স সভায় বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশাল ডি.জি.এফ.আই পরিচালক কর্ণেল জিএস মো. বাকের, শেখ হাসিনা সেনানিবাস ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফয়সাল আবেদী হাসান, র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম, এন.এস.আই যুগ্ম পরিচালক অসিত বরন সরকার, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার জি.এম স্বপন কুমার দাস এবং বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম পরিচালক মো. আজমল হুদা মিঠু সরকার যুক্ত ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রেড জোন চিহ্নিত ওয়ার্ড সমূহে জনসাধারণের চলাচলে সীমাবদ্ধতা এবং জনগণের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হবে। প্রথম দফায় ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড পুরোপুরি লকডাউন এবং পরবর্তীতে বাকি ২৫টি ওয়ার্ডকেও এর আওতায় নিয়ে আসা হবে। তবে ওয়ার্ড দুটিতে কবে নাগাদ পুরোপুরি লকডাউন কার্যকর হচ্ছে সে বিষয়ে কিছু উল্লেখ না থাকলেও শিগগরিই বিষয়টি নিশ্চিত করবেন বলে জানান।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD