1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১১ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

১৩ বছর আগের মামলায় বদির বিচার শুরু

নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১৭৯ পাঠক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিচার শুরু হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেনের আদালতে বদির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। এসময় বদি আদালতে উপস্থিত ছিলেন।

এ মামলায় আগামী ১৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু।

তিনি বলেন, ‘নানা কারণে আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদকের করা মামলার বিচার শুরু বিলম্বিত হয়েছে। মামলার কার্যক্রম স্থগিতের আদেশ চেয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে রিটও করেছিলেন বদি। রিট ও আপিল পিটিশন উভয় আদালত দুদকের পক্ষে খারিজ করে দেন। অবশেষে আজ অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিরুদ্ধে বিচারকাজ শুরু হলো। এখন প্রথমে সাক্ষ্যগ্রহণ ও পরে যুক্তিতর্ক শুনানি হবে।’

৪৩ লাখ ৪৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৬৫ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজের দখলে রাখার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানায় বদির বিরুদ্ধে মামলা করেন দুদক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আবুল কালাম আজাদ। মামলা দায়েরের সময় বদি টেকনাফ পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন।

আদালত ও দুদক সূত্রে জানা যায়, মামলার তদন্ত করেন দুদকের আরেক উপপরিচালক আলী আকবর। ২০০৮ সালে তিনি আদালতে অভিযোগপত্র দেন।

এদিকে আদালতে উপস্থিত হয়ে আজ বদি বলেছেন, ‘আমার বিরুদ্ধে দুদকের আনা অভিযোগগুলো যে সত্যি নয়, তা আমি আদালতে আইনি প্রক্রিয়ায় প্রমাণ করবো।’

কক্সবাজার-৪ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া আবদুর রহমান বদি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি। তবে তার আসনটিতে দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত হন তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD