1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:২১ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পেশাগত দক্ষতা অর্জনে জ্ঞান চর্চা করতে হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ১৭২ পাঠক

পেশাগত দক্ষতা অর্জনে নিয়মিত জ্ঞান চর্চা করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১১ জন কর্মকর্তার ‎‎‎র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে আমরা পরিবর্তন নিয়ে আসতে চাই। দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ গঠন করতে চাই।

তিনি বলেন, পুলিশি সেবা সারা দেশে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বিট পুলিশিং কার্যক্রম চালু করেছি। জনসেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণেও বহুবিধ কল্যাণকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সকল পদক্ষেপকে এগিয়ে নিয়ে যেতে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

আইজিপি আরও বলেন, চেইন অব কমান্ড বজায় রাখতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলার সাথে কোনও আপোস করা যাবে না।

পরে আইজিপি এবং অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে ডিআইজি পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মো. হাবিবুর রহমান, মহা. আশরাফুজ্জামান, এস এম আক্তারুজ্জামান, আমেনা বেগম, মো. হায়দার আলী খান, মো. মনিরুল ইসলাম, মো. আজাদ মিয়া, মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, আতিক ইসলাম, মো. রুহুল আমিন এবং বাসুদেব বনিক।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD