1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০২ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে লকডাউনে সচল সবকিছু, মাঠে কাজ করছেন জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৫১ পাঠক

নরসিংদীতে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি চলাচল করছে অবাধে।  এদিকে  জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম মাঠে থাকলেও পুলিশ বাহিনীর ভূমিকা নিরব। তবে নরসিংদীতে লকডাউনে সচল সবকিছুই। মানুষের গাদাগাদি শহরের বিভিন্ন সড়কে। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। হোটেল রেস্তোরাতে বসেও খাবার পরিবেশন করতে দেখা গেছে অনেককে।

মাস্ক পরিধান নিশ্চিত করতে মাইকিং করা হচ্ছে
অন্যদিকে লকডাউন জোরালো করতে, সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও মাস্ক পরিধান নিশ্চিত করতে সকাল থেকে রাত পর্যন্ত নরসিংদী পৌর এলাকা ও মাধবদী শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে একটি হোটেলকে আগামী তিনদিনের জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমমান আদালত।

এদিকে নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২০জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩০১জন। করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫৫জন।

পুলিশের নিরব থাকা ও জনগনের অসচেতনতা নিয়ে কথা হয়  নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগরের সাথে ।  তিনি বলেন,  প্রতিটা পয়েন্টে আমাদের সদস্যরা কাজ করছে।  সরকারের পক্ষ্যে থেকে যেই নির্দেশনা দেয়া আছে সেই মোতাবেক কাজ করছি আমরা।  ঢাকা-সিলেট সহাসড়কে লোকাল পরিবহনের পাশাপাশি অটো, রিকশা ও সিএনজি চলার বিষয়ে তিনি বলেন, এমনটা হবার কথা না। তবুও দেখছি, এমন পেলে অবশ্যই ব্যাবস্থা নেয়া হবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD