নোয়াখালী : নোয়াখালী সরকারি মহিলা কলেজের শহীদ মিনারে জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করলেন অধ্যক্ষ আখতারী বেগম।
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জুতা পায়ে শ্রদ্ধাঞ্জলি দেন। তবে অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের পায়ে জুতা দেখা যায়নি।
ঘটনার পরপর জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষের ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন ফেসবুক আইডি থেকে কমেন্ট শুরু হয়ে যায়।
কলেজ সূত্র জানায়, সকাল সোয়া ৯টার দিকে কলেজের শিক্ষক মিলনায়তন থেকে অধ্যক্ষসহ শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসের শহীদ মিনারে ফুলের ডালা নিয়ে যান। পরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেন অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক। বাকিরা সবাই পেছনে ছিলেন।
শহীদ মিনারে জুতা পায়ে ফুল দেওয়ার কথা স্বীকার করেন অধ্যক্ষ আখতারী বেগম। মোবাইল ফোনে তিনি বলেন, অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে। কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারটির চারপাশে কংক্রিট ছিল, যা অসাবধানতার মূল কারণ।
বিষয়টি নিয়ে তিনি লজ্জিত বলে জানান।