1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বিদ্যুৎ তারে ঝুলন্ত রেখে পালাল সহকর্মীরা, উদ্ধার করল জনতা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ২৮৮ পাঠক

নিউজ ডেস্ক,শুক্রবার,০৬ এপ্রিল ২০১৮:
বিদ্যুতের খুঁটিতে কাজ করছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কয়েকজন কর্মচারী। হঠাৎ বিদ্যুতের তারে আটকে যান এক সহকর্মী। এ সময় ভয়ে দৌড়ে পালায় বিদ্যুতের কাজ করতে আসা অন্য সহকর্মীরা।

তবে বিদ্যুতের তারে জড়িয়ে আটকেপড়া ওই যুবকে উদ্ধার করে জনতা। কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় এমন ঘটনা ঘটে।

তবে ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিদ্যুৎ বিভাগের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে ওই সড়কে দুই ঘণ্টার বেশি যান চলাচল বন্ধ ছিল। পরে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

বিদ্যুৎস্পৃষ্ট মোহাম্মদ আবদুল করিম (২৬) শহরের পশ্চিম লারপাড়া এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে এবং বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মচারী।

শুক্রবার দুপুর সাড়ে ১০টার দিকে শহরের বাস-টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই কর্মচারীকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে করিমসহ আরও কয়েকজন বিদ্যুৎ বিভাগের কর্মচারী একটি খুঁটিতে কাজ করছিল। একপর্যায়ে ওপরে থাকা করিম হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে ঝুলে থাকে। ঝুলন্ত সহকর্মীকে না নামিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করেন অন্য কর্মচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নোবেল কান্তি দে জানান, বিদ্যুৎ বিভাগের ওই কর্মচারীর শরীর ৩২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেকে প্রেরণ করা হয়েছে।

কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বলেন, এমন ঘটনা শুনেছি। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির রিপোর্ট মতেই ব্যবস্থা নেয়া হবে। তবে আহতকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD