1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নারায়ণগঞ্জে বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিল জব্দ, গ্রেফতার ৬

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮
  • ১৫১ পাঠক

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮: নারায়ণগঞ্জে বিপুল পরিমান ইয়াবাবড়িসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- লক্ষীপুর জেলার রাধাপুর এলাকার বদিউজ্জামানের ছেলে ইব্রাহিম ওরফে পটল (২৬) ও তার স্ত্রী আকলিমা বেগম (২৪), একই জেলার শহিদপুর এলাকার আব্দুল মজিদের ছেলে লুৎফর রহমান (২১) ও নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ফরাজিকান্দা এলাকার সৈয়দ আহম্মদের ছেলে আকতার হোসেন। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ১০০ পিছ ইয়াবাবড়ি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে মাদক মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার (১৭অক্টবর) রাতে শহরের রিভারভিউ মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অপরদিকে সিদ্ধিরগঞ্জের চিহ্নত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ইমন (৩৫) ও রাশেদুল ইসলাম ডালিম (৩৫)কে ২৭ পিছ ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে।

এলাকাবাসী জানায়, ইমনের বিরুদ্ধে অস্ত্র ও ধর্ষণ মামলা রয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান ও তার চাচা মাদক নির্মূল কমিটির সভাপতি হওয়ায় ইমনের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ লেবারের কাজের অন্তরালে তারা কৌশলে মাদক বিক্রি করে আসছিল। মাদক বিক্রি করার সময় তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৩ হাজার ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সাত্তার মিয়া জানান, ইমন ও ডালিম দীর্ঘদিন ধরে বার্মাস্ট্যান্ড এলাকায় মাদক ব্যবসা করছিলো। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে ইমনের অফিসের অভিযান চালিয়ে ২৭ পিছ ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, এই ইমনের বাড়িতে জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাস্টার দেলু আশ্রয় নিয়েছিলো। পরে ইমনের বাড়িতেই র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাস্টার দেলু নিহত হয় এবং তার ২ সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে যার নং ২৭ এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD