1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

তথ্য মন্ত্রণালয়ের অভিমু‌খে মিছিল নিয়ে যাবেন সাংবাদিকরা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ১৮৮ পাঠক

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন, বৃহস্পতিবার,২৫ অক্টোবর ২০১৮:
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাংবাদিকরা আগামী ১ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের অভিমুখে মিছিল নিয়ে যাবেন। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমিন গাজী এ কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল আমিন গাজী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি আমরা অনেকদিন থেকেই করছি। কিন্তু সরকার কোনো কর্ণপাত করছে না। কর্ণপাত করবে কিভাবে? এই সরকার যে বিনাভোটের সরকার।’

তিনি বলেন, ‘হামলা, খুন, গুম, মামলা এ সরকারের নেশা। তাই তারা ডিজিটাল আইন তৈরি করে‌ছে। যাতে তাদের খুন, গুম, হামলা প্রকাশ না পায় তার ব্যবস্থা করেছে।’

প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘বিনা ভোটের সরকার কালো আইন ছাড়া চলতে পারে না। তাদের গুম, খুন, হামলা যাতে মিডিয়া প্রকাশ না হয় তার জন্য এই ডিজিটাল আইন করেছে।’

তিনি আরও বলেন, ‘এই ডিজিটাল আইন রেখে দেশে নির্বাচন করলে দেশের জনগণ সে নির্বাচনে অংশগ্রহণ করবে না। কারণ ডিজিটাল আইন রেখে নির্বাচন করলে তারা ভোট চুরি, ভোট ডাকাতি সহজে করতে পারবে। আর এটা দেশের জনগণ চায় না।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, ‘এই সরকারের গুম, খুন, দুর্নী‌তি যাতে প্রকাশ না পায় তার জন্য এই আইন তৈরি করেছে। তারা আবার ক্ষমতায় থাকার জন্য জনগণের মতপ্রকাশের ক্ষমতা হরণ করেছে।’

মঈনুল হো‌সে‌নের গ্রেফতা‌রের প্রতিবাদ জা‌নিয়ে তিনি বলেন, ‘মইনুল হোসেন সরকারের বিরুদ্ধে সত্য কথা বলায় কারণে একটি টকশো’তে সাধারন একটি বক্তব্যর জন্য তার নামে মামলা করে তাকে গ্রেপ্তার করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, সমাজসেবকদের মান বাঁচাতে এবং ভবিষ্যতের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে, এই সরকারের বিরুদ্ধে ঐক্য গ‌ড়ে তুলে তাকে বিদায় করতে হবে।’

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের (একাংশ) মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের (একাংশ) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD