ধর্মচিন্তা ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বুধবার,৩১ অক্টোবর ২০১৮:
দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া বিশ্বাসী বান্দার জীবনের সব অধ্যায়ে এক কার্যকরী পদক্ষেপ। সব ইবাদতের মূলও দোয়া। দোয়ার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যে আল্লাহর রহমত, বরকত ও সাফল্য আসে। ব্যবসা-বাণিজ্য নিয়ে সমস্যায় পড়লে বা ঋণগ্রস্ত হয়ে পড়লে আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কারণ, আল্লাহতাআলাই পরিত্রাতা ও প্রার্থনা কবুলকারী। কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আমি নিকটেই আছি। আমি দোয়াকারীর দোয়া কবুল করি, যখন সে আমার কাছে চায়।’-সুরা বাকারা :১৮৬
অন্যত্র ইরশাদ হয়েছে, ‘হে আমাদের পালনকর্তা! তুমি দুনিয়াতেও আমাদের কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান করো এবং তুমি দোযখের আযাব থেকে আমাদের রক্ষা করো।’-সুরা বাকারা:২০১
আরও ইরশাদ হয়েছে, ‘আর তোমরা ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকো। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী।’-সুরা আরাফ : ৫৬
বিপদের সময় দুনিয়ার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ সবাই মুখ ফিরিয়ে নিলেও, আল্লাহ তার বান্দার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন না। হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই আল্লাহর রয়েছে অনেক লজ্জা ও আত্মমর্যাদা। সুতরাং যখন মানুষ চাওয়ার জন্য তার কাছে দুই হাত উত্তোলন করে, তখন তিনি সেই হাত দুটিকে ব্যর্থ ও খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন।’-মুসলিম : ৩২১
হজরত আলী (রা.) থেকে বর্ণিত, রাসুলল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘দোয়া মুমিনের হাতিয়ার, দ্বীনের স্তম্ভ এবং আসমান-জমিনের নূর।’ মুসলিম : পৃ. ৪৬৫
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘আল্লাহতাআলার কাছে দোয়া অপেক্ষা কোনো জিনিসই অধিক ফজিলত ও সম্মানের নেই।’ তিরমিজি : ৩৩৭