1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

ভবনে আটকে পড়া ব্যক্তির ফেসবুক পোস্ট: মাফ করে দিয়েন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ২৬৪ পাঠক

নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,২৮ মার্চ ২০১৯:
রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনটি থেকে এখন পর্যন্ত অন্তত অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

মাফ করে দিয়েন। আগুন। lift 13 FR Tower banani। ফেসবুকে এমনি একটি পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছেন রিপন আহমেদ নামে এক মডেল।

বেলা ৩টার দিকে নিজের ফেসবুকে এই পোস্ট দেন রিপন। এফআর টাওয়ারের ১৩ তলায় তিনি অবস্থান করছেন বলে দাবি করেছেন। পোস্টে তিনি ৩টি ধোঁয়াচ্ছন্ন ছবিও প্রকাশ করেছেন।

এই পোস্ট দেওয়া পর অনেকেই মন্তব্য করেছে।

Md Ashikur Rahman নামে একজন লেখেন, আল্লাহ আপনাকে হেফাজত করুক। AhmDz Dildar নামে একজন লেখেন, আল্লাহ হেফাজতের মালিক।

Hafeza Aysha Siddika নামে আরেক জন লেখেন ভাইয়া,আল্লাহ একটা সুযোগ দিছে আপনাকে।

এদিকে আটকে পড়াদের উদ্ধারের পর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। অগ্নিকাণ্ডে আহতদের জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য ইতোমধ্যে রাজধানীর সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদফতর।

অগ্নিকাণ্ডে এখনো ভবনটিতে অনেকে আটকে পড়ে আছে। এদিকে উদ্ধার করতে অংশ নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়াও আটকে পড়াদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করছে ফায়ার সার্ভিসসহ নৌবাহিনীর ফায়ার টিম এবং বিমান বাহিনীর হেলিকপ্টার। রয়েছে ফায়ার সার্ভিসের ২১ টি ইউনিট।

ভবনটিতে বহুজাতিক প্রতিষ্ঠানের একাধিক কার্যালয় আছে। একই সঙ্গে গার্মেন্টের বায়িং হাউসসহ বিভিন্ন কার্যালয় রয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD