আল-আমিন মিয়া। নরসিংদী প্রতিদিন –
রবিবার ১৩ অক্টোবর ২০১৯:
নরসিংদীর পলাশ উপজেলায় সিআইজি অর্ন্তভুক্ত কৃষক-কৃষাণিদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রােববার ১৩
অক্টোবর সকালে উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল এগ্রিকালচার টেকনােলজি প্রােগ্রাম ফেজ (এনটিপি-২) এর আওতায় উপজেলায় সিআইজি অর্ন্তভুক্ত কৃষক-কৃষাণিদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শােভন কুমার ধর, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা মাে. আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আতিকা সুলতানা ও রুনা আক্তার। প্রশিক্ষণে কৃষকদের দানাদার ফসল, সবজি ফসল, পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর বিভিন্ন দিক তুলে ধরা হয়।