1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০৯ পাঠক

১। মুক্তিযোদ্ধাদের সংকেত পাঠানোর জন্য কত তারিখে ‘আকাশবাণী রেডিও’তে গান বেজে ওঠে?
ক) ১২ আগস্ট খ) ১৩ আগস্ট
গ) ১৪ আগস্ট ঘ) ১৫ আগস্ট
২। স্বয়ংক্রিয় ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করা হয় কোনটিতে?
ক) মালামাল সুসজ্জিতকরণে
খ) গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব প্রদানে
গ) হিসাব-নিকাশে ঘ) ভিডিও এডিটিংয়ে

৩। বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযুক্তিবিষয়ক কোম্পানি কোনটি?
ক) টেলিভিশন কোম্পানি খ) ক্যামেরা কোম্পানি
গ) মোবাইল কোম্পানি ঘ) কম্পিউটার কোম্পানি
৪। কোন ওয়েবসাইটগুলো ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি করে দিয়েছে?
i. ওডেক্স ii. ফিল্যান্সার iii. ই-ল্যান্স
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ)i, ii ও iii
৫। EPOS-এর পূর্ণ রূপ কী?
ক) E-Point of sale
খ) Electronic point of sale
গ) Electric point of sale
ঘ) Emergency point of sale
৬। কোনটির মাধ্যমে পণ্যসেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়?
ক) মোবাইল খ) ইন্টারনেট
গ) ফ্যাক্স ঘ) ই-মেইল
৭। কোন সাইটের মাধ্যমে পাঠ্যপুস্তক পাওয়া যায়?
ক) www.ebook.bd
খ) www.ebook.gov.bd
গ) www.ebook.com
ঘ) www.ebook.com.bd
৮। ‘দ্বিমুখী’ যোগাযোগের পদ্ধতি কোনটি?
ক) টেলিভিশন খ) মোবাইল
গ) রেডিও ঘ) সংবাদপত্র
৯। হুমায়ুন কোথায় চাকরি করে?
ক) খুলনা খ) ঢাকা গ) রাজশাহী ঘ) চট্টগ্রাম
১০। ব্যবসায়ের একটি বড় খরচ হলো-
ক) উৎপাদন খ) প্রচার
গ) পণ্যের মজুদ ঘ) বাজার বিশ্লেষণ
১১। আইসিটির বিকাশে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মসের ওয়েবসাইটে বর্তমানে নিবন্ধনের সময় কত দিন?
ক) ৩০ খ) ১৪ গ) ৭ ঘ) ৪
১২। মাইক্রো কন্ট্রোলার কোনটি?
ক) GPS খ) PLA গ) GPAF ঘ) LAP
১৩। Connectivity is prodactivity-উক্তিটি কার?
ক) ড. হুমায়ুন আজাদ খ) ড. ইকবাল কাদির
গ) ড. হুমায়ুন আহমেদ ঘ) ড. জাফর ইকবাল
১৪। যতই দিন যাচ্ছে, ততই বেশি আমরা নির্ভর করছি-
i. রোবটের ওপর ii. তথ্যপ্রযুক্তির ওপর
iii. নেটওয়ার্কের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ)i, ii ও iii
১৫। সরকারি কাজে আইসিটি ব্যবহারের উদাহরণ
i. ই-বুক ii. ই-পর্চা iii. ই-পুঁজি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
i I ii L) i I iii M) ii I iii N) i, ii I iii
১৬। গবেষণার কাজটি সহজ করে দিয়েছে-
i. FPGA ii. PLA iii. SMS
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদনশীলতার বৃদ্ধিকে কী বলে?
ক) সংযুক্তি খ) উৎপাদনশীলতা গ) সংযুক্তিই উৎপাদনশীলতা ঘ) দক্ষতাই উৎপাদনশীলতা
ঘ) তথ্য আদান-প্রদানের মাধ্যম

সুধীর বরণ মাঝি
শিক্ষক, হাইমচর সরকারি
মহাবিদ্যালয়, চাঁদপুর।

উত্তর : ১. খ ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. খ ৮. খ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. গ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD