1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মনোহরদীতে মাহবুবুল হক বাবলুর ৩৩তম মৃত্যু বার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ২২৪ পাঠক

বাকি বিল্লাহ | নরসিংদী প্রতিদিন –
সোমবার,৯ মার্চ ২০২০:
নানা কর্মসূচীর মধ্য দিয়ে নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবলুর ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (৯ মার্চ ) বাবলুর নিজ গ্রাম নরসিংদীর মনোহরদী উপজেলার হরিনারায়নপুর গ্রামে মরহুমের সমাধীস্থলে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বাবলু স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন, দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়।
সোমবার সকালে মরহুমের কবরে ছাত্র দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবং সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল, নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহি।
এ ছাড়াও নরসিংদী জেলা এবং মনোহরদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
পরে হরিনারায়ণপুর ফাযিল মাদরাসা মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং মাহবুবুল হক বাবলুর ছোট ভাই ছানাউল হক নীরুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মাহবুবুর রহমান বাবলু ১৯৮৭ সালের ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে স্বৈরাচারী সরকারের দোসরদের হামলায় মৃত্যুবরণ করেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD