1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

১৫ আগস্টের হত্যাকাণ্ডে খালেদা জিয়াও সমান অপরাধী: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ১৮০ পাঠক

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,২৬ আগস্ট ২০২০:
জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া এবং হত্যাকাণ্ডকে উপহাস করাসহ ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের জন্য বেগম খালেদা জিয়াও ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সমান অপরাধী।’

বুধবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- প্রগতিশীল ন্যাপ (ভাসানী) আয়োজিত ‘শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার এতো বছর ধরে নানা জন্ম তারিখ ছিল। বলা নেই কওয়া নেই, হঠাৎ ১৯৯৫ সালে ১৫ আগস্ট উনি জন্মগ্রহণ করলেন। তারপর থেকে প্রতিবছর ১৫ আগস্ট নিজের জন্মদিনের কেক কাটা শুরু করলেন। এগুলো ফৌজদাদি অপরাধ। এই অপরাধে বেগম খালেদা জিয়াও অপরাধী।’

হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব জিয়াউর রহমান। তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া, তার ওপর যথাযথ সম্মান রেখেই বলতে চাই, আমি মনে করি জিয়াউর রহমান যেমন অপরাধী, বেগম খালেদা জিয়াও হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার জন্য তেমনই অপরাধী। বঙ্গবন্ধুর খুনিকে, যাদের ফাঁসি হয়েছে, তাকে তিনি গাড়িতে পতাকা লাগিয়ে দিয়েছেন, মন্ত্রীর মর্যাদা দিয়েছেন।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এ কারণে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব জিয়াউর রহমান। তাঁর যেমন মুখোশ উন্মোচন করা প্রয়োজন, তেমনই হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া, হত্যাকাণ্ডকে উপহাস করা, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে, সেজন্য বেগম খালেদা জিয়ারও বিচার হওয়া প্রয়োজন। এটি সময়ের দাবি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, প্রগতিশীল ন্যাপের কেন্দ্রীয় আহ্বায়ক ও মওলানা ভাসানীর নাতি পরশ ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু ও গ্রগতিশীল ন্যাপের যুগ্ম আহবায়ক মো. বাবুল আহমেদ প্রমুখ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD