1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ১৭০ পাঠক

হালুয়াঘাট | নরসিংদী প্রতিদিন-
শনিবার-২৯ আগস্ট ২০২০:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়।

সমিতির ৬২৯ জন পুরুষ ও ৭৬ জন মহিলা সদস্য তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী নির্বাচন করেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মুহাম্মদ কামরুল হুদা।

সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনেকটা উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে। ইতোপূর্বে অন্যান ৮ টি পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন প্রার্থীদেরকে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেছেন।

নির্বাচন শেষে সকালের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়। এতে সভাপতি প্রার্থী হিসেবে চেয়ার প্রতীক নিয়ে মু. নজরুল ইসলাম পেয়েছেন ২৭২ ভোট, তার নিকটতম প্রতিদন্দ্বী মু. সুরুজ্জামান সাগর হারিকেন প্রতীকে ৩৬০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে চাকা প্রতীক নিয়ে মোঃ আবুল কালাম ফকির পেয়েছেন ২৬৬ ভোট, তার নিকটতম প্রতিদন্দ্বী মু. আবুল কালাম ছাতা প্রতীক নিয়ে ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীক নিয়ে মু. কাশেম আলী ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী মু. মাহাতাব আলী মাছ প্রতীক নিয়ে ২৩৮ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে তালাচাবি প্রতীক নিয়ে মানিক মিয়া ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী টিউবওয়েল প্রতীক নিয়ে মু. আবুল হোসেন মালু পেয়েছেন ২৬৩ ভোট এবং উড়োজাহাজ প্রতীক নিয়ে মু. আলী আকবর ফকির ৭৪ ভোট পেয়েছেন।

গাজিরভিটা ইউপি চেয়ারম্যান মু. দেলোয়ার হোসেন বলেন, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এএসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল নিয়োজিত ছিলেন।

এছাড়া সহকারী নির্বাচন কমিশনার জেলা সমবায় পরিদর্শক তৌহিদা বিলকিস, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মান্নান এবং নির্বাচনী কর্মকর্তা একাডেমীক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD