1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

তিতাস গ্যাস কর্মকর্তার ৬ বছরের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৬৪ পাঠক

নারায়ণগঞ্জের তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লি. জবিবি আঞ্চলিক বিতরণ বিভাগ-১ এর কর্মকর্তা আব্দুল মোতালেবকে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় পৃথক দুই ধারায় ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৪ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আব্দুল মোতালেব আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় আব্দুল মোতালেবকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৭ লাখ ৮২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড এবং ২৬ (২) ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড। অসাধু উপায়ে অর্জিত ২৭ লাখ ৮২ হাজার ৮০০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত।

আরও জানা যায়, ভিন্ন ভিন্ন ধারার সাজা একত্রে আসামিকে ভোগ করতে হবে। সেক্ষেত্রে তাকে চার বছর কারাভোগ করতে হবে।

দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৮৪ হাজার ৮৭০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং ৩৯ লাখ ১২ হাজার ৩৬৪ টাকা মূল্যের জ্ঞত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক আ স ম শাহ আলম ২০১৬ সালের ৩ নভেম্বর রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই কর্মকর্তা পরের বছরের ৮ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD